০৮ নভেম্বর ২০২৫, শনিবার, ০৪:৫২:৩২ পূর্বাহ্ন
রাজশাহীতে “স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্ট" বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০৭-১১-২০২৫
রাজশাহীতে “স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্ট" বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাজশাহীর মসজিদ মিশন একাডেমি স্কুল এন্ড কলেজ, দামকুড়া হাট উচ্চ বিদ্যালয় ও নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয় এ অনুষ্ঠিত হলো “স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্ট বৃত্তি পরীক্ষা ২০২৫”।


শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১:৩০ পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় শহরের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন হয়।


পরীক্ষাটি MCQ পদ্ধতিতে নেওয়া হয় এবং এতে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সাধারণ জ্ঞান এবং মানসিক দক্ষতা সম্পর্কিত প্রশ্ন অন্তর্ভুক্ত ছিল।


স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্টের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ফাতেমা সিদ্দিক বলেন,


“এই বৃত্তি প্রকল্প মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করে এবং তাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”


বৃত্তি বিজয়ীদের মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীকে ল্যাপটপ, দ্বিতীয় স্থানপ্রাপ্তকে ট্যাব এবং তৃতীয় স্থানপ্রাপ্তকে স্মার্টফোন প্রদান করা হবে। ফলাফল আগামী ১০ দিনের মধ্যে প্রকাশ করা হবে।


পরীক্ষাটি স্বচ্ছ ও উৎসাহপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, যা পরিদর্শন করেন রাজশাহী-০২ আসনের জামায়াত প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, এবং স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্টের মহাপরিচালক মোঃ শামীম উদ্দীন।

শেয়ার করুন